গোয়ালিয়াখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন চন্দ্র সুশীলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রাণী সাহা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিক উল্লাহর আয়োজনে অনুষ্টিত উক্ত অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্টাতা মোঃ হাবিবুর রহমান, ইউপি সদস্য মোঃ নুরুন্নবী, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিবাবকরা উপস্থিত ছিলেন। প্রায় দুইশত ছাত্র ছাত্রীদের চকলেট খাওয়া ও খোসা ডাস্টবিনে ফেলা শিখনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পরিস্কার পরিচ্ছন্ন থাকার জন্য পরামর্শ দেয়া হয়। এসময় ছাত্র-ছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগীতা অনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথি বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রাণী সাহা ছাত্র-ছাত্রী ও স্থানীয় অভিবাবকদের উদ্দেশ্যে বলেন, মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ তাই তাদের সচেতন হতে হবে এবং লেখাপড়ায় আরো মনোযোগি হয়ে ভাল ফলাফল লাভ করতে হবে।