বান্দরবানে করোনায় আক্রান্ত হলো আরো ১৪জন ,সর্বমোট ৮৭১

বান্দরবানে নতুন করে আরো ১৪জন করোনা রোগী সনাক্ত হয়েছে । সনাক্ত ব্যক্তিরা বান্দরবান সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে বান্দরবান জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৭১ জনে।

NewsDetails_03

বান্দরবানের স্বাস্থ্য বিভাগ আরো জানায়, বান্দরবান জেলায় এ পর্র্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৮৭১ জন আর ৭৬৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়েছে। হোম কোয়ারেন্টিনে এ পর্যন্ত ১হাজার ১শত ৬ জন ছিল তার মধ্যে ১ হাজার ১শত ৬জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১শত ১১জন ছিল এর মধ্যে ১শত ১১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

বান্দরবানের সিভিল সার্জন ডা:অং সুই প্রু মারমা জানান,এই পর্যন্ত বান্দরবানে নমুনা সংগ্রহ করা হয়েছে ৫হাজার ৬শত ৮৫জনের,তার মধ্যে রিপোর্ট এসেছে ৫হাজার ৪শত ২৯ জনের,এদের মধ্যে ৮৭১জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। তিনি আরো জানান, জেলায় করোনার উপর্সগ নিয়ে এই পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন