গেল ২৪ঘন্টায় বান্দরবানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ৫জন। আক্রান্তদের মধ্যে ৪জন বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ও ১জন বান্দরবান সদর উপজেলার বাসিন্দা।
বান্দরবানের সিভিল সার্জন ডা:অং সুই প্রু মারমা জানান,এ পর্যন্ত বান্দরবানে ৭ হাজার ৩৪জনের নমুনা সংগ্রহ করা হয়েছে তার মধ্যে ৬হাজার ৩শ ৬৫জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে,এদের মধ্যে ৯৮২ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং ৯৬৬জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে। তিনি আরো জানান,জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৪জনের মৃত্যু হয়েছে।
এদিকে স্বাস্থ্য বিভাগ জানায়,বান্দরবানে এই পর্যন্ত ১৮ হাজার ২জন করোনার ভ্যাকসিন গ্রহণ করেছে এবং সবাই সুস্থ রয়েছে।