বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে শিশুসহ ৩৭ জন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলার সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমা পাহাড়বার্তাকে এ তথ্য জানান।
স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় হোম কোয়ারেন্টিনে এ পর্যন্ত ১ হাজার ৫১ জন ছিল তার মধ্যে ৮শত ৭১ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১শত ১০জন ছিল এর মধ্যে ৮১ জনকে ছাড় দেয়া হয়েছে।
বান্দরবানের সিভিল সার্জন ডা:অং সুই প্রু মারমা জানান, এই পর্যন্ত বান্দরবানে নমুনা সংগ্রহ করা হয়েছে ১হাজার ৪শত ৩২ জনের, তার মধ্যে রিপোর্ট মিলেছে ৮ শত ৯২ জনের, এদের মধ্যে ৩৭ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। তিনি আরো জানান,জেলায় করোনা নিয়ে এখনো কোন ব্যক্তির মৃত্যু হয়নি।