বান্দরবানে করোনায় আক্রান্ত আরো ২১জন

NewsDetails_01

বান্দরবানে আবার বেড়েছে করোনার প্রকোপ। গেল ২৪ঘন্টায় জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে আরো ২১জন।

স্বাস্থ্য বিভাগ জানায়, ২৪ ঘন্টায় বান্দরবানে ৫৬জনের নমুনা পরীক্ষায় বান্দরবান সদরে ৭জন,রোয়াংছড়ি ৪জন,রুমা ১জন,লামা ৮জন এবং আলীকদমে ১জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২হাজার ৫শত ৮৯জন। আর করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত জেলায় ১৪জন মৃত্যুবরণ করেছে।

NewsDetails_03

স্বাস্থ্য বিভাগ আরো জানায়, এই পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪হাজার ২০৪ জনের আর মোট নমুনা রিপোর্ট করা হয়েছে ১৩হাজার ৪৫৭ জনের। বর্তমানে জেলায় রোগী আছে ২১৩ জন যার মধ্যে সদর উপজেলায় ১৭৫ জন, আলীকদম ৩জন,নাইক্ষ্যংছড়ি ৭জন, লামা ২১জন, রোয়াংছড়ি ৬জন , রুমা ১জন।

বান্দরবানের সিভিল সার্জন ডা:অং সুই প্রু মারমা জানান, বান্দরবানে নতুন করে আরো ২১জন করোনায় আক্রান্ত হয়েছে। তিনি আরো বলেন, জেলায় এই পর্যন্ত ২হাজার ৫শত ৮৯জন করোনা আক্রান্ত হলে ও চিকিৎসা শেষে ২হাজার ৩শত ৬১ জন সুস্থ হয়ে ওঠেছে। সিভিল সার্জন ডা:অং সুই প্রু মারমা আরো বলেন,আমাদের সবাইকে করোনার ভ্যাকসিন গ্রহণ করতে হবে এবং স্স্থু থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আরও পড়ুন