বান্দরবানে করোনায় নতুন আক্রান্ত ৪ জন : মোট আক্রান্ত ৮৪

বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে শিশুসহ ৮৪ জন। আজ রোববার (১৪ জুন) রাত পৌনে ১০টার দিকে জেলার সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমা পাহাড়বার্তাকে এ তথ্য জানান।

NewsDetails_03

স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় নতুন আক্রান্তরা হলেন জেলা শহরের স্টেডিয়াম এলাকার বাসিন্দা সালেহা বেগম, একই এলাকার জাকারিয়ার পুত্র আছাদ, একই এলাকার হুমায়ুন আহম্মেদের পুত্র ইফতিছাম রামি, জেলার মহিলা আওয়ামী লীগ নেত্রী এমেচিং এর ভাই, উজানী পাড়ার বাসিন্দা ক্যাউ চা প্রু।

বান্দরবানের সিভিল সার্জন ডা:অং সুই প্রু মারমা জানান, এই পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলায় একজন মারা গেছে।

আরও পড়ুন