বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলায় করোনায় নতুন আক্রান্ত ১৮ জন। আক্রান্তদের মধ্যে জেলা সদরে ১০ জন, জেলার লামা উপজেলায় ৭ জন এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১ জন রয়েছে। আর এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ২৬৪ জন। জেলায় মোট সুস্থ হয়েছে ৫৫ জন, করোনায় মারা গেছে ১ জন। তিনি জেলা শহরের বনরূপা পাড়ার বাসিন্দা।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) রাত ১০ টার দিকে জেলার সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমা পাহাড়বার্তাকে এ তথ্য জানান।
প্রসঙ্গত, গত ১০ জুন করোনা সংক্রমণ রোধে বান্দরবান সদর উপজেলা ও রুমা উপজেলাকে রেড জোন ঘোষণা করে লকডাউন করে জেলা প্রশাসন । বান্দরবান পৌর এলাকায় লকডাউন গত বুধবার থেকে আরো ২১ দিন বাড়ানো হয়েছে।