বান্দরবানে করোনা আক্রান্তের রেকর্ড : নতুন ১৭, মোট ১১০ জন

বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলায় নতুন আক্রান্ত ১৭জনসহ এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে শিশুসহ ১১০ জন।

আক্রান্তরা হলেন,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ (৪৫), উনার মেয়ে শ্রিয়া দাস (১৪), স্ত্রী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সীমা দাস (৪৮), জোবায়ের মিয়া (২৩),তানভীর করিম (২৩), এমডি শাহেদ (২৮),আবদুল করিম (২৮), সহৃদয় (২১), লামা উপজেলার বাসিন্দা এমডি রফিক (৫২), এনামুল হক (৩৭), ফজলুল রহমান (৩০), রুবি কুমার বিশ্বাস (৫০), আইয়ুব আলী (৫৫), এমডি মামুনসহ ১৭ জন।

আজ বুধবার (১৭ জুন) রাত পৌনে ১০টার দিকে জেলার সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমা পাহাড়বার্তাকে এ তথ্য জানান।

স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্তরা বেশির ভাগ জেলা সদরের বাসিন্দা। ইতোমধ্যে জেলায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩২ জন। স্বাস্থ্য বিধি না মানা আর অসচেতনতার কারণেই জেলার সব উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে।

বান্দরবানের সিভিল সার্জন ডা:অং সুই প্রু মারমা আরো জানান, এই পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলায় একজন মারা গেছে।

আরও পড়ুন
1 মন্তব্য
  1. Karim বলেছেন

    বান্দরবানে করোণা রোগে আক্রান্ত ব্যক্তির নাম ও ঠিকানা উল্লেখ করা হোক

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।