বান্দরবানে করোনা প্রতিরোধে মাঠে নামবে প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকরা

NewsDetails_01

বান্দরবানে কোভিড ১৯ (করোনা ভাইরাস) প্রতিরোধে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত হয়েছে ।

আজ মঙ্গলবার (২৪মার্চ) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের হলরুমে এই প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত হয়। এসময় প্রশিক্ষনে বক্তারা কোভিড ১৯ এর ভয়াবহতা নিয়ে আলোচনা করেন এবং এই ভাইরাস থেকে মুক্তি পেতে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন প্রচার প্রচারণা অনুসরণ করা ও পরিস্কার পরিচ্ছন্ন থাকার আহবান জানান।

NewsDetails_03

প্রশিক্ষন কর্মশালায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এটি এম কাউছার হোসেন, নির্বাহী কর্মকর্তা মো: শেখ শহিদুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সিভিল সার্জন ডা: অংসুই প্রু, whoএর সার্ভিলেন্স এন্ড ইমিউনিজেশন মেডিকেল অফিসার ডা: মো: সাব্বির রহমান, মেডিকেল অফিসার মো: আলমগীর উপস্থিত ছিলেন।

প্রশিক্ষন কর্মশালা শেষে বান্দরবানের বিভিন্ন গ্রাম ও পাড়ায় বাসিন্দাদের নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবকদের গামবুট, মাস্ক, রেইন কোট, গ্লাবস ও স্প্রে মেশিন প্রদান করা হয়।

আরও পড়ুন