বান্দরবানে কর্মহীন অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

বান্দরবানে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে জেলার কর্মহীন গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (২৩ মে) সকালে বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে কর্মহীন গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

NewsDetails_03

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মকছুদুল আমিন, সংগঠনটি সভাপতি রাজু বড়ুয়াসহ সদস্যরা।

এসময় বান্দরবান পৌর এলাকার কর্মহীন গরিব ও অসহায় ২৬০ পরিবারকে ঈদ উপহার হিসেবে সেমাই, নারিকেল, তেল, নুডুলস, চিনিসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।

আরও পড়ুন