বান্দরবানে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে জেলার কর্মহীন গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২৩ মে) সকালে বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে কর্মহীন গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মকছুদুল আমিন, সংগঠনটি সভাপতি রাজু বড়ুয়াসহ সদস্যরা।
এসময় বান্দরবান পৌর এলাকার কর্মহীন গরিব ও অসহায় ২৬০ পরিবারকে ঈদ উপহার হিসেবে সেমাই, নারিকেল, তেল, নুডুলস, চিনিসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।