বান্দরবানে কাজু বাদামের চারা উৎপাদনের নার্সারী

NewsDetails_01

বান্দরবানে পাহাড়ের সম্ভাবনাময় ফল কাজু বাদামের চারা উৎপাদন শুরু করেছে বেসরকারি প্রতিষ্ঠান এল এ এগ্রো লি: ।

আজ সোমবার (১৯ অক্টোবর) বিকালে বান্দরবানের সুয়ালক ইউনিয়নে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ মেহেদী মাসুদ কাজুবাদামের চারা উৎপাদনের এই নার্সারী পরিদর্শন করেন ।

NewsDetails_03

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, এল এ এগ্রো লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইফতেখার সেলিম অগ্নি, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ ওমর ফারুক, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হক সহ প্রমুখ।

পুষ্টি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ মেহেদী মাসুদ বলেন, পাহাড়ি এলাকা কাজুবাদম চাষের জন্য উপযোগী । কাজুবাদাম চাষ লাভজনক । বর্হিবিশ্বে এই বাদামের চাহিদা অনেক বেশি। তাই কৃষি বিভাগ এই বাদাম চাষের আবাদ বাড়াতে চাই ।

আরও পড়ুন