বান্দরবানে কাঠ বোঝাই ট্রাক উল্টে ১ শ্রমিক নিহত ও চালকসহ ৩ জন আহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৩টার দিকে জেলা সদরের কানাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম আবদুল আলিম (৪০)। তিনি সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের কাইচতলি এলাকার আবদুল বারেকের ছেলে বলে জানা গেছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরওয়ার জানান,পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে চাপা পড়ে শ্রমিক আবদুল আলিম মারা যায়। এসময় কাঠ ব্যবসায়ী আবুল কাশেম, মোস্তাক আহম্মদ ও চালক নাজিম উদ্দিন আহত হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।