বান্দরবানে কাল সকাল সন্ধ্যা হরতাল

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙামাটি মেডিকেল কলেজের নিয়োগ ও ভর্তিতে পার্বত্য কোটা চালু, পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন-২০১৬ বাতিল করাসহ পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে কাল ৬ মার্চ বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতাল পালন করার জন্য আহ্বান জানিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ (পিবিসিপি)। এদিকে হরতাল সফল করতে আহব্বান জানিয়ে আজ সন্ধ্যায় জেলা শহরে মাইকিং করেছে সংগঠনটি।
এই ব্যাপারে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ (পিবিসিপি) এর বান্দরবান জেলা সভাপতি আব্দুল কাইয়ুম পাহাড়বার্তাকে বলেন, হরতাল সফল করতে সব ধরণের প্রস্তুতি নিয়েছি আমরা।

আরও পড়ুন