বান্দরবানে কৃষকের ধান কেটে দিলেন কৃষক লীগ এর কর্মীরা

purabi burmese market

করোনার কারণে বান্দরবানে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়াই ধান কাটা শ্রমিক সংকট দেখা দিলে কৃষকের লোকসান কমানোর লক্ষে জেলা সদরের বালাঘাটা চড়ুই পাড়া এলাকায় গরীব এক কৃষকের পাঁকা ধান কেটে দিলেন জেলা কৃষক লীগের নেতাকর্মীরা ।

আজ শুক্রবার (১মে) সকাল ১০ টায় বান্দরবান পৌরসভার বালাঘাটা এলাকায় বান্দরবান জেলা কৃষক লীগের কর্মীরা এই পাঁকা ধান কাটা কার্যক্রম শুরু করে। এসময় নেতাকর্মীরা চড়ুই পাড়া এলাকার কৃষক মো: আমির হোসেন এর প্রায় ৫০ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

এসময় ধান কাঁটায় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, যুগ্ম সাধারণ সম্পাদক গাব্রিয়েল ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক শহিদুল আলম বাবু, সাংস্কৃতিক সম্পাদক ফজল করিম, সহ-আইন বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান নিউটন, নির্বাহী সদস্য সিয়ং খুমী, অলিউর রহমানসহ প্রমুখ।

বান্দরবান কৃষক লীগের সভাপতি প্রজ্ঞাসার বড়ুয়া পাপন বলেন, করোনায় বিপদগ্রস্ত কৃষকদের পাশে আমরা দাড়িঁয়েছি, মানবতার সেবার জন্য আজ থেকে বান্দরবান কৃষকলীগ অসহায় কৃষকদের পাশে থেকে এই কার্যক্রম পরিচালনা করে যাবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।