ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক, কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসিরুজ্জামান, জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম, পৌরসভার মেয়র মোঃ ইসলাম বেবী,কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো:আলতাফ হোসেন,সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো:ওমর ফারুকসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি বিভাগের কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় সভায় বক্তারা পার্বত্য এলাকায় কৃষি ও কৃষকদের উন্নয়নে আরো বেশি প্রকল্প গ্রহণ করার জন্য কৃষিমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।