বান্দরবানে কৃ‌ষি সম্প্রসারণ বিভা‌গের নিয়োগপত্র হস্তান্তর

বান্দরবানে কৃ‌ষি সম্প্রসারণ বিভা‌গের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নি‌য়োগ ২০২৩ এ চূড়ান্ত ভা‌বে ম‌নোনীত প্রার্থী‌দের মা‌ঝে নি‌য়োগপত্র হস্তান্তর করা হয়েছে।

আজ রোববার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর হল রুমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নিয়োগপত্র হস্তান্তর করেন, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা।

NewsDetails_03

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদ সদস্য সিংইয়ং ম্রো, সিঅং খুমি, বান্দরবান কৃ‌ষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তা এম এন শাহনেওয়াজসহ অনেকে।

এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা নিয়োগপ্রাপ্তদের উদ্দ্যেশে বলেন, আপনারা সরকারের কর্মচারী, তাই সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করে মানুষের সেবায় নিয়োজিত থাকবেন।

প্রসঙ্গত,বান্দরবানের কৃ‌ষি সম্প্রসারণ বিভা‌গের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নি‌য়োগ এ চূড়ান্ত ভা‌বে ম‌নোনীত ২১ জন প্রার্থী‌কে নিয়োগপত্র হস্তান্তর করা হয়।

আরও পড়ুন