বান্দরবানে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বান্দরবান পৌরসভা মিলানায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনাদি রঞ্জন বড়ুয়ার উপস্থাপনায় সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা বান্দরবান এমরান হোসেন চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাওসার হোসেন, জেলা সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মংটিংঞো সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ । উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর এমসিএইচ সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর,ঢাকা এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি, কৈশোরকালীন শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, আচরণিক পরিবর্তন, গর্ভধারণ প্রতিরোধে করণীয়, কৈশোরকালীন স্বাস্থ্যসেবা বিষয়ে আলোচনা করা হয় ।
বর্তমান সরকারী অর্থায়নে ৪০০টি এবং বিভিন্ন দাতা সংস্থার মোট ২০৩টি সর্বমোট ৬০৩ কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে বলে জানান বক্তারা ।
এছাড়াও কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।