বান্দরবানে ক্যাচিং পাড়া থেকে মেরাইং প্রু পাড়া পর্যন্ত রাস্তা নির্মাণের ভিত্তি প্রস্তরের উদ্বোধন

NewsDetails_01

বান্দরবানে ক্যাচিং পাড়া থেকে মেরাইং প্রু পাড়া পর্যন্ত রাস্তা নির্মাণের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে সদর উপজেলার ক্যাচিং পাড়া থেকে হাজেরামা ঘাট হয়ে রোয়াংছড়ি মেরাইং প্রু পাড়া পর্যন্ত রাস্তা নির্মাণের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়েছে ।
বৃহস্পতিবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই রাস্তা নির্মাণের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো:শফিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো:শাহিনুল ইসলাম,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (পরিকল্পনা) ড.প্রকাশ কান্তি চৌধুরী,প্রকল্প পরিচালক মো:আব্দুল আজিজ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো:ইয়াছির আরাফাত,পৌর কাউন্সিলর সৌরভ দাশ শেখর, অজিত কান্তি দাশসহ প্রমুখ।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো:ইয়াছির আরাফাত জানান, বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ১০ কোটি টাকা ব্যয়ে সদর উপজেলার ক্যাচিং পাড়া থেকে হাজেরামা ঘাট হয়ে রোয়াংছড়ি মেরাইং প্রু পাড়া পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে আর এই রাস্তা নির্মাণ হলে ক্যাচিং পাড়া এলাকাবাসী ও রোয়াংছড়ি বাসিন্দাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে।

আরও পড়ুন