বান্দরবানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্যের স্থানীয় প্রভাব সমস্যা ও সম্ভাবনা বিষয়ক সেমিনার অনুষ্টিত

NewsDetails_01


সেমিনার বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক
বান্দরবানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্থানীয় পণ্যের প্রভাব সমস্যা ও সম্ভাবনা বিষয়ক এক সেমিনার অনুষ্টিত হয়েছে। শনিবার সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এস এম ই ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় সেমিনারে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী , সহকারী কমিশনার মো: শামীম হোছাইন, পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থানজামা লুসাই ।
অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সমাজকর্মী ডনাই প্রু নেলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও এসএমই পণ্যমেলার ক্ষুদ্র উদ্যোক্তা সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । সেমিনারে বক্তারা এলাকার উৎপাদিত সকল ক্ষুদ্র ও মাঝারি শিল্পের যে কোন পণ্য দেশের সকল প্রান্তে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য স্থানীয় সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন বলে জানান এবং পাশাপাশি সকল সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানগুলোকে ক্ষুদ্র মাঝারী শিল্পে বিনিয়োগকারীদের নানা ধরণের সহযোগিতার হাত বাড়িয়ে দেশকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করার আহবান জানান। এসময় বক্তারা ক্ষুদ্র শিল্পকে উৎসাহিত করে বেকারত্ব রোধ করে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে সকলের সহযোগিতা ও কামনা করেন।

আরও পড়ুন