বান্দরবানে খাবারে অতিরিক্ত লবণ পরিহারে এ্যাডভোকেসি সভা

NewsDetails_01

বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সন্মেলন কক্ষে এ্যাডভোকেসি সভা
বান্দরবানে“খাবারে অতিরিক্ত লবণ পরিহার করুন স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে চলুন” এই স্লোগানকে সামনে রেখে এ্যাডভোকেসি সভা অনুষ্টিত হয়।
আজ সকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সন্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিদুল আলম। সিভিল সার্জন ড. উদয় শংকর চাকমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. অং সুই প্রু,পরিবার পরিকল্পনা বিভাগের এডিসিসি সুব্রত চৌধুরী,ডা.অংসালু, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সাসুইচিং মারমা প্রমুখ ।
এসময় বক্তারা বলেন, অতিরিক্ত লবণ খেলে উচ্চ রক্তচাপ,হ্নদরোগ,স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়, উচ্চ রক্তচাপ শারীরিক অক্ষমতা ও মৃত্যু দুই-ই ঘটতে পারে,তাই জনস্বাস্থ্যের উন্নয়নে কম লবন খাওয়া জরুরী। সভায় শিক্ষক, সাংবাদিক, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন