বান্দরবানে গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশের জনগণ মহান মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়ন ও সমৃদ্ধির পক্ষে ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে নৌকা প্রতীকে গণরায় প্রদানের মাধ্যমে অন্ধকার ছায়া কাটিয়ে গণতন্ত্রের নবতর অভিযাত্রায় অগ্রসর হওয়ায় গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে বান্দরবান জেলা আওয়ামী লীগের আয়োজনে আজ বুধবার (৩০ ডিসেম্বর) আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্বে করেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি একেএম জাহাঙ্গীর। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী, যুগ্ন সম্পাদক লক্ষীপদ দাশ ও মোজাম্মেল হক বাহদুর, সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া প্রমুখ।
আলোচনা সভার পূর্বে জেলা আওয়ামী লীগের উদ্দ্যগে বিকাল সাড়ে ৪ টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয় থেকে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়। শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে দলীয় কার্যলয় এসে শেষ হয় । র্যালী শেষে আওয়ামী লীগের নেতারা সমাবেশে অংশগ্রহন করেন।