বান্দরবানে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

NewsDetails_01

বান্দরবানে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
বান্দরবানে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো:আসলাম হোসেনের সভাপতিত্বে এসময় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো:কামরুজ্জামান,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুফিদুল আলম,অতিরিক্ত জেলা প্রশাসক মো:শফিকুল আলম,নেজারত ডেপুটি কালেক্টর মো:আলী নূর খান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তার,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা, আঞ্চলিক পরিষদের সদস্য মো:শফিকুর রহমান,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গরা।
অনুষ্টানে বক্তারা সরকার ২৫মার্চ গণহত্যা দিবস পালন এবং মুক্তিযোদ্ধা পরিবারকে বিভিন্নভাবে সহয়তা প্রদান করার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে সকলকের প্রতি আহবান জানান।

আরও পড়ুন