বান্দরবানে গভীর রাতে জুমচাষীকে গলা কেটে হত্যা

purabi burmese market

বান্দরবানে গভীর রাতে শৈচিংমং মারমা (৪০) নামে এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বত্তরা। তিনি জেলার লামা উপজেলার রুপসী পাড়া ইউনিয়নের দরদরী নোয়া পাড়া গ্রামের খ্যুদু মারমা ছেলে।

শুক্রবার (১৫ জুলাই) দিবাগত রাত ১ টায় সদর উপজেলা ৬নং জামছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নতুন হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী উমেনু মারমা (৩৬) জানান,গভীর রাতে প্রাকৃতিক ডাকে (প্রস্রাব) সারা দেওয়া শেষে বাসায় ফিরে আসে তার স্বামী। এ সময় স্বামীর সাথে তিনজন মুখোশধারী ঘরে প্রবেশ করে । পরে তার স্বামীর চোখ বেঁধে ফেলা হয়। পরে তাকে গলা কেটে হত্যা করে। ভয়ে দুটি বচ্চা নিয়ে পাশ্ববর্তী ঘরে পালিয়ে যায় ।

অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা জড়িত সেটি পরে জানা যাবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।