বান্দরবানে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

NewsDetails_01

তীব্র শীতে কষ্ট পাওয়া বান্দরবানের গরীব ও দুঃস্থ ৩শত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রবিবার (২ জানুয়ারি) জেলা প্রশাসনের আয়োজনে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর পক্ষে এই শীতবস্ত্র প্রদান করেন।

NewsDetails_03

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে এসময় শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ছাদেক, সিভিল সার্জন ডা.অংসুইপ্রু মারমা, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস ফরাজী, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা সাবরিনা আরফিন মুস্তফা, পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখরসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ।

এসময় বান্দরবান সদর উপজেলা ও বান্দরবান পৌরসভার বিভিন্ন এলাকার ৩শত গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল, চাদর এবং সোয়োটার বিতরণ করেন অতিথিরা।

আরও পড়ুন