বান্দরবানে গরীব ও দুস্থদের বিনামুল্যে বিজিবি’র চিকিৎসা সেবা

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বান্দরবানে গরীব ও দুস্থদের বিনামুল্যে চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী প্রদান করা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বান্দরবান সেক্টর দপ্তরের আয়োজনে সদর উপজেলার ক্রাইক্ষ্যংপাড়া বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ২শত জন গরীব ও দুস্থদের বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি ঔষধ প্রদান করেন।

NewsDetails_03

পরে ফরেস্টটিলা, ক্রাইক্ষংপাড়া,হানসামাপাড়া ও পূর্ব কালাঘাটা এলাকার সাধারণ জনগণের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বান্দরবান সেক্টর দপ্তরের কমান্ডার কর্ণেল মো.আবুল কালাম শামসুদ্দিন রানা। এছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বান্দরবান সেক্টর দপ্তরের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক (লজিষ্টিক্স) ক্যাপ্টেন মো.তসলিম আহমেদ এবং বিজিবির বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তা এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন