বান্দরবানে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

NewsDetails_01

বান্দরবা‌নের নিউ গুলশা‌ন এলাকার একটি বাসা থে‌কে ম‌র্জিনা আক্তার (২৫) না‌মে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। শনিবার রা‌তে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত ম‌র্জিনা নিউ গুলশা‌নের এক‌টি ভাড়া বাসায় স্বামীর সঙ্গে থাকতো। শ‌নিবার রা‌তে তার স্বামী রু‌মে ঘু‌মি‌য়ে পড়‌লে পা‌শের রু‌মে গি‌য়ে ম‌র্জিনা আক্তার গলায় নিজের ওড়না ‌পেঁচি‌য়ে ফ্যা‌নের সঙ্গে ঝু‌লে আত্মহত্যা ক‌রে। এর আ‌গেও ম‌র্জিনা ক‌য়েকবার ওষুধ খে‌য়ে আত্মহত্যার চেষ্টা ক‌রে‌ছে। ত‌বে কী কার‌ণে আত্মহত্যা ক‌রে‌ছে তা জানা যায়‌নি। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. শ‌হিদুল ইসলাম ব‌লেন, এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে । এ ঘটনায় তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

আরও পড়ুন