বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ড কাশেম পাড়া রোড সংলগ্নে নতুন চক্ষু হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) দুপুরে বান্দরবান চক্ষু হাসপাতালের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই নতুন চক্ষু হাসপাতালের উদ্বোধন করেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা.মোঃ শহীদুল ইসলাম , ৯নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর মোঃ মহিসীন,বাসষ্টেশন মসজিদের ইমাম আলহাজ্ব মোঃ আজিজুল হকসহ প্রমুখ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান,বান্দরবান চক্ষু হাসপাতালে সাশ্রয়ী খরচে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা দেওয়া হবে। এই হাসপাতালের সার্বক্ষণিক চক্ষু বিশেষজ্ঞ ও সার্জনরা চিকিৎসা সেবা প্রদান করবেন।
চক্ষু হাসপাতালের উদ্বোধনের প্রথম দিনই প্রায় ২শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।