বান্দরবানে চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ

NewsDetails_01

বান্দরবানে চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ
বান্দরবানে ও সকাল থেকে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন্ কেন্দ্রে এখনো চলছে শান্তিপূর্ন ভোট গ্রহণ কার্যক্রম। সকাল ৮ টা থেকে জেলা ও উপজেলার বিভিন্ন প্রান্তের ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রদান করছে।
বান্দরবান জেলার ৭টি উপজেলা বান্দরবান সদর, রুমা লামা, রোয়াংছড়ি, থানচি, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় চলছে এই ভোট কার্যক্রম। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোট দিতে পারায় সন্তুুষ্টি প্রকাশ করেছে।
এদিকে আইনশৃংঙ্খলা বাহিনী ও ভোট কার্যক্রমে অংশ নেয়া কর্মকর্তারা জানান, সকাল থেকেই বান্দরবানে শান্তিপূর্ণ ভোট গ্রহণ কার্যক্রম চলছে এবং সার্বিক আইনশৃংঙ্খলা ব্যবস্থা ভালো রয়েছে।
এবারে বান্দরবানে ৭ উপজেলায় ১৭ জন চেয়ারম্যান, ১৯জন পুরুষ ভাইস-চেয়ারম্যান ও ১৪ জন মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করছে। বান্দরবান জেলায় সর্বমোট ২লক্ষ ৪৬ হাজার ১শত ৮৪ জন ভোটার রয়েছে।

আরও পড়ুন