বান্দরবানে চাংক্রান পোয়ে উৎসব উদযাপন

NewsDetails_01

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্টির ম্রো সম্প্রদায় শুভ চাংক্রান পোয়ে (বর্ষবরণ) উৎসব উদযাপন করেছে।

আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ম্রো লং পাড়ায় এ উৎসব উদযাপন করা হয়।

NewsDetails_03

উৎসব উপলক্ষে সকালে ম্রোদের ঐতিহ্যবাহী খেলাধুলার মধ্যে সুতা তৈরি, পুতির মালা তৈরি, ট্যাকেট খেলা, তক্রুং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় ম্রো সম্প্রদায়ের নারী ও পুরুষেরা তাদের বৈচিত্র্যময় পোষাক পরিধান করে নেচেঁ গেয়ে আনন্দ উদযাপন করে।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় ও বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে ম্রোদের চাংক্রান পোয়ে উৎসব উপলক্ষে এসময় ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা, লোকনৃত্য প্রতিযোগিতা এবং লোক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।

বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) মং নু চিং এর সভাপতিত্বে উৎসবে আরও উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং খুমী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের সহকারী পরিচালক লীলা মুরুং, সুয়ালক ইউনিয়নের চেয়ারম্যান উক্যনু মারমা, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক প্রমুখ।

আরও পড়ুন