বান্দরবানে চালু হচ্ছে গণপরিবহন ! ভাড়া বৃদ্ধিতে দু:শ্চিন্তায় মানুষ

NewsDetails_01

করোনা দুর্যোগের মধ্যে আগামী পহেলা জুন (সোমবার) থেকেই সীমিত পরিসরে চালু হচ্ছে গণপরিবহন। এসময় বাস ও মিনিবাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বিআরটিএ। এসময় স্বাস্থ্যবিধি মেনে বাসের সিট ফাঁকা রাখতে হবে ৫০ ভাগ ।

এতে সরকারের নির্দশনা অনুযায়ী ভাড়া বাড়াচ্ছে ৮০ শতাংশ, এতে দু:শ্চিন্তায় কর্মহীন/নিম্ন আয়ের মানুষ। বাস চালু হওয়াতে আতংক বিরাজ করচ্ছে ও পাশাপাশি ভাড়া বৃদ্ধিতে চিন্তায় স্থানীয় নিম্ন আয়ের মানুষের মাঝে।

বান্দরবান কাচামাল ব্যবসায়ী আব্দুর রহিম বলেন, আমাদের চট্রগ্রাম থেকে কাঁচামাল সংগ্রহ করতে হয়, বান্দরবান-চট্রগ্রাম সড়কে ১৯৮ ভাড়া নির্ধারণ হওয়াতে, আমরা কি ভাবে মালামাল আনা-নেওয়া করবো বুঝে উঠতে পারছি না।

NewsDetails_03

বান্দরবানের এক্সসিল্যান্ড ফটোকপি দোকারদার মোঃ আলমগীর বলেন, বই, খাতা, কলম ইত্যাদি আনতে চট্রগ্রামে যেতে হয়, বাস ভাড়ায় ৮০ শতাংশ বৃদ্ধিতে এখন লাভের চেয়ে ক্ষতি বেশি হবে বলে আমাদের ধারণা। তিনি আরো বলেন, এমনিতে আমরা করোনা সংকটের মধ্যে আছি, তার উপর ভাড়া বৃদ্ধি! প্রায় তিন মাস ধরে দোকান পাট বন্ধ, কোন ব্যবসা বাণিজ্য হয়নি, কি ভাবে সংকট মোকাবেলা করবো বুঝে উঠতে পারছি না।

করোনা সংক্রামক রোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। সামাজিক দূরত্ব না মানলে এ অবস্থায় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। গণপরিবহন সরকারি নির্দেশনা প্রতিপালনে ব্যর্থ হলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে, প্রশাসনের প্রতি অনুরোধ জানান বান্দরবানের স্থানীয়রা।

অন্যদিকে স্বাস্থ্যবিধি মেনে কাল সোমবার থেকে চালু হচ্ছে গণপরিবহন,সামাজিক দূরত্ব মানাতে তৎপর থাকবে বান্দরবানের প্রশাসন।

বান্দরবান বাস মালিক সমিতির সাধারন সম্পাদক ঝুন্টু দাশ জানান, করোনা ভাইরাসের সুরক্ষায় একটি বাসে ২০ জন করে যাত্রী বসবে। অর্ধেক যাত্রী নিয়ে বাস চালাতে হবে। লোকশান পোষাতে প্রত্যেক যাত্রীকে ৮০% ভাড়া বাড়তি দিতে হবে ।

আরও পড়ুন