বান্দরবানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বান্দরবান শিশু একাডেমি কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ ২৬ মার্চ (বুধবার) দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেয়া বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

এসময় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক এস, এম, মনজুরুল হক, মো.আবু তালেব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, নির্বাহী ম্যাজিস্ট্রেট নবাব আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো.শাহাদাত হোসেন , বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা সাধন দাশসহ সরকারী বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা এবং বীর মুুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্য ও সরকারী বেসরকারী বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।
বান্দরবান শিশু একাডেমির তথ্যমতে জানা যায়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বান্দরবান শিশু একাডেমি এর আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়,আর এই প্রতিযোগিতায় ক বিভাগে প্রথমস্থন লাভ করে ওয়াজিহা নওয়ার, ২য় স্থান লাভ করে অন্বেষা দাশ গুপ্তা, তয় স্থান লাভ করে ছাইং শৈমং মার্মা।
খ বিভাগে প্রথমস্থন লাভ করে সাবার বিনতে ইসলাম বুশরা, ২য় স্থান লাভ করে সিগ্ধময় তঞ্চঙ্গ্যা, তয় স্থান লাভ করে সিং মং উ মার্মা উষা। গ বিভাগে প্রথমস্থন লাভ করে দেবাশীষ ত্রিপুরা, ২য় স্থান লাভ করে ইশান তালুকদার, তয় স্থান লাভ করে অন্তরা বড়ুয়া ও লোকেশ হোড়।