বান্দরবানে ছাত্রলীগের মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিল

বান্দরবানে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বান্দরবান জেলা ছাত্রলীগ।

গতকাল শুক্রবার (২৪ মার্চ) থেকে বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এ ইফতার মাহফিলের কার্যক্রম শুরু হয়।

NewsDetails_03

রমজানের দ্বিতীয় দিন শনিবার বিকেলে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মার্মা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক প্রমুখ।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক জানান, গরিব অসহায় এবং সমাজের খেটে খাওয়া মানুষের জন্য আমরা মাসব্যাপী এ ইফতার মাহফিলের আয়োজন করেছি। প্রতিদিনই প্রায় ৩০০ জন মানুষ আমাদের এ ইফতার গ্রহণ করছেন। আশা করছি রমজানের পুরো মাসটাই আমাদের এ কার্যক্রম অব্যাহত রাখব।

আরও পড়ুন