দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বান্দরবানের জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ঝুন্টু দাশকে বহিষ্কার করা হয়েছে ।
শুক্রবার রাতে বঙ্গবন্ধু পাঠাগারে জেলা ছাত্রলীগের এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয় ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ, সাধারন-সম্পাদক জনি সুশীল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বান্দরবান জেলা ছাত্রলীগের সাধারন-সম্পাদক জনি সুশীল জানান, ছাত্রলীগের গঠনতন্ত্রের বাইরে গিয়ে অন্য সংগঠনে যোগদান করায় তাকে বহিষ্কার করা হয়েছে ।
এদিকে বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ বলেন, বহিষ্কারের বিষয়টি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে লিখিতভাবে পাঠানো হবে ।
বহিষ্কারের বিষয়টি অবগত হয়ে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ঝুন্টু দাশ পাহাড়বার্তাকে বলেন, বর্তমান জেলা ছাত্রলীগের কোন ধরনের সভায় আমাকে ডাকা হয়না । এছাড়াও ব্যক্তিগত কারনে আমি যুবলীগে যোগদান করেছি ।