বান্দরবানে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

NewsDetails_01

নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হচ্ছে ।
গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা শাখার আয়োজনে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আজ সোমবার ( ১৬ সেপ্টেম্বর) সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী এবং মিলাদ,দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

সকালে বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় একইস্থানে গিয়ে শেষ হয়। পরে কাদেরীয়া তৈয়্যবিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসা অডিটরিয়াম হলে মিলাদ, দোয়া মাহফিল ও হেফজখানার ছাত্রদের পাগড়ি প্রদান করা হয়।

গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সভাপতি আছহাব উদ্দীন চৌধুরী এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা শাখার যুগ্ন সম্পাদক তমিজ উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাসান উদ্দিনসহ গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা শাখার বিভিন্ন সদস্য ও ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের জনসাধারণ।

আরও পড়ুন