বান্দরবানে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবান সদর উপজেলায় মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক কমিটি। আজ শুক্রবার বিকালে বান্দরবান জেলা শিশু একাডেমির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত পরিবারের সদস্যরা অংশ নেন। সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী রিজিমের পতন হলেও ব্যবস্থাটা অনেকাংশে রয়ে গেছে। আগে আওয়ামী লীগ যা করত এখন অন্য কেউ সেটা করছে। জুলাই আন্দোলনের মধ্যদিয়ে আমরা অভ্যুত্থান করেছি, এখন ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে বিপ্লব করতে হবে।

NewsDetails_03

বক্তারা বলেন, আমাদের একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে। ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে এক হয়ে একটি বৈষম্যহীন দেশ গঠন আমাদের লক্ষ্য। আগামীতে যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিতে না পারে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে৷

সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান আলী, জুবায়ের হোসেন আরিফ, ইরফানুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আসিফ ইকবাল, হোসাইন এবং হাবিব আল মাহমুদ মতবিনিময় সভার সঞ্চালনা করেন।

আরও পড়ুন