বান্দরবানে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের সংর্বধনা প্রদান

NewsDetails_01

বান্দরবান সার্কিট হাউসে মুক্তিযোদ্ধাদের সংর্বধনা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক
বান্দরবানে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্দ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংর্বধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে বান্দরবান সার্কিট হাউসে জেলা প্রশাসক এর কার্যালয়ের সহকারী কমিশনার চৈতি সর্ববিদ্যা এর সঞ্চালনায় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারে সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওহাব, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হারুন অর রশীদ,অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী, নেজারত ডেপুটি কালেক্টর হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ শোয়েব চৌধুরী। এসময় বান্দরবান পার্বত্য জেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

NewsDetails_03

অনুষ্ঠানে বক্তারা বলেন “ মুক্তিযোদ্ধারা আমাদের অহংকার, মুক্তিযুদ্ধের বিজয় কেবল একটি জাতীয় পতাকা এবং স্বাধীন ভূখন্ডের মধ্যে সীমিত নয়,এর তাৎপর্য সুদূর প্রসারী। মুক্তিযুদ্ধের বিজয়ের মধ্য দিয়ে অবহেলিত পশ্চাৎপদ শোষিত জাতি রচনা করেছিল অসামান্য গৌরবগাঁথা। যার ফলাফল হিসেবে আজ আমরা জেলা প্রশাসক,পুলিশ সুপার,ডাক্তার , ম্যাজিস্ট্রেট ইত্যাদি হয়েছি, এর পিছনে আছে আমাদের দেশের বীর মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বড় অবদান।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের বিজয় দিবসের সংর্বধনা স্বরুপ সম্মানী প্রদান করেন।

আরও পড়ুন