বান্দরবানে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে । আজ রবিবার (১২জানুয়ারি) সকালে বান্দরবান জেলা শিশু একাডেমির আয়োজনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এই আলোচনাসভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো: রেজা সরওয়ার ,সিভিল সার্জন ডা:অং সুই প্রু মার্মা,অতিরিক্ত জেলা প্রশাসক মো: শামীম হোসেন, বাংলাদেশ শিশু একাডেমি বান্দরবান জেলা কার্যালয়ের শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এবারের প্রতিযোগিতায় জেলার ৭টি উপজেলার শিশু প্রতিযোগিরা নাটক, সংগীত, নৃত্য, তবলা সহ মোট ৩০ টি ইভেন্টে অংশ নেয়। আর এদের মধ্যে বিভিন্ন বিভাগে বিজয়ী হয় ২৩৭ জন শিশুকে আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।