বান্দরবানে জাতীয় শোক দিবস পালিত

NewsDetails_01

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্তস্তবক অর্পণ করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বান্দরবানে সকাল থেকে স্থানীয় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্তস্তবক অর্পণ করে দলীয় নেতাকর্মী ও সরকারি বেসরকারী কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। এরপরই সকাল ৮ টায় স্থানীয় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে থেকে একটি শোক র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে জমায়েত হয় ।
শোক র‌্যালী শেষে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম,পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যসা প্রু,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,আঞ্চলিক পরিষদের সদস্য মো:শফিকুর রহমানসহ সরকারি বেসরকারি কর্মকর্তা , আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে বান্দরবানে বিভিন্ন স্থানে দোয়া মিলাদ মাহফিল, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনাসহ কাঙ্গালী ভোজের আয়োজন করে বান্দরবান জেলা আওয়ামীলীগ।

আরও পড়ুন