বান্দরবানে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

NewsDetails_01

বান্দরবানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪০তম শাহাদাত বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ শনিবার (১২ জুন) বিকালে জেলা বিএনপির উদ্যাগে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

বান্দরবান জেলা বিএনপির সভাপতি মাম্যা চিং সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান বক্তা কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বিশেষ অতিথি কেন্দ্রীয় বিএনপির যুগ্ন-মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দীন খোকন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকক মাহবুবুর রহমান শামীম ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনর রশীদ।

বান্দরবান জেলা বিএনপি আয়োজিত ভার্চ্যুয়াল আলোচনা সভায় জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক কাজী মহতুল হোসেন যত্ন, সাবেক সহ-সভাপতি লুসাই মং জেলা বিএনপির সাংগঠিক সম্পাদক জসিম উদ্দীন তুষার, বিএনপি নেতা আবিদুর রহমান, সেলিম রেজা বান্দরবান সদর উপজেলা সভাপতি সরওয়ার জামান, সাধারণ সম্পাদক চনু মং মার্মা, বান্দরবান পৌর বিএনপির যুগ্ন-সম্পাদক মাইনুউদ্দীন রবিন, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন ও মোহাম্মদ আলী হোসেন, লামা উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক রহুল আমীন, লামা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সভাপতি আরিফ উল্লাহ ছুট্টু, সাধারন সম্পাদক আব্দুল আলীম বাহদুর, আলীকদম উপজেলা বিএনপির আহবায়ক মাশুক আহমেদ, সদস্য সচিব জুলফিকার আলী ভুট্টু, রোয়াংছড়ি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মং হ্লাই নু মার্মা, সাধারণ সম্পাদক মা সেতু তং, রুমা উপজেলা বিএনপির সভাপতি জিংসমলিয়াম বম, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন,জেলা মহিলা দলের আহবায়ক কাজী নিরুতাজ বেগম, যুগ্ন-আহবায়ক আয়েশা বেগম, শিরিন আকতার সহ অন্যান্যা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন