বান্দরবানে জুলাই মাসে ৪৩৮ করোনা রোগী শনাক্ত

NewsDetails_01

বান্দরবানে করোনার প্রথম ঢেউয়ের চেয়ে দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২৪ ঘণ্টায় ৫ জনসহ শুধু জুলাই মাসে জেলায় ৪৩৮ করোনায় আক্রান্ত হয়েছে। এমাসে মৃত্যু হয়েছে ২জন সহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে জেলায় করোনা রোগী আছে সর্বমোট ৪৩৮ জন। জেলার ৭টি উপজেলার মধ্যে শুধুমাত্র জেলা সদরে ২৯২ জন করোনায় আক্রান্ত। ফলে সদরে অর্ধেকের বেশি করোনায় আক্রান্ত রোগী থাকায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বান্দরবানে গত বছরের ১৬ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর চলতি বছরের ৩০ জুন পর্যন্ত জেলায় করোনা রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৯০ জন।
তবে জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ৪৩৮ জন। সব মিলে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৩২ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১হাজার ২৩ জন।

NewsDetails_03

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, বান্দরবানের করোনা রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৬ জন। সদর উপজেলায় করোনা রোগী ২৯২ (হাসপাতালে ভর্তি ১২ জন), রোয়াংছড়ি (হাসপাতালে ভর্তি ৮ জন)

রুমা, ২৫(হাসপাতালে ভর্তি ৫ জন)
থানচি, ৬ (হাসপাতালে ভর্তি ৬ জন)
লামা, ৩৫ ( হাসপাতালে ভর্তি ১২জন)
আলীকদম, ১৫ (হাসপাতালে ভর্তি ১জন)
নাইখ্যংছড়ি, ৩৬ (হাসপাতালে ভর্তি ২জন)।

বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা আরো বলেন, করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। শুধু জুলাই মাসে জেলায় শনাক্ত হয়েছে প্রায় ৪৩৮জন। এ ছাড়া মৃত্যুর সংখ্যাও বেশি এক মাসে।

তিনি আরো জানান, দিন দিন করোনা ভাইরাস তার লক্ষন পাল্টে নতুন নতুন লক্ষণ নিয়ে মানুষের শরীরে অবস্থান করছে, তাই আমাদের সবাইকে আরো সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আরও পড়ুন