আজ বুধবার বিকেলে মিছিলটি জেলা শহরের বাজার এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাচিং প্রু জেরীর বাসভবনে গিয়ে শেষ হয়। এতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। এসময় ধানের চারা হাতে নিয়ে জেরীর সমর্থনে স্লোগান দিতে থাকেন বিএনপির নেতাকর্মীরা।
প্রসঙ্গত, বিএনপির প্রার্থীর এই মিছিলে দীর্ঘদিন পর জেলা বিএনপির অপর গ্রুপ সভাপতি মাম্যাচিং গ্রুপের অনুসারি অসংখ্য নেতাকর্মীকে দেখা গেছে।