এসময় উপস্থিত ছিলেন,বান্দরবান জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক আবু বক্কর,যুগ্ন আহবায়ক আবিদুর রহমান আবিরসহ অনেকে।
অন্যদিকে,পৃথকভাবে বান্দরবান জেলা বিএনপি’র অপর গ্রুপ সাচিংপ্রু জেরীর নেতৃত্বে আজ রোববার জেলা প্রসাশকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। এ সময় উপস্থিত ছিলেন,সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ,সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, মহিলা নেত্রী নিলুতাজ বেগমসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা।
স্মারকলিপি জমা দেবার সময় তাঁদেরকে বড় কোন শোডাউন করতে দেখা যায়নি। এদিকে নশকতা এড়াতে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়।