অনুষ্ঠানে বান্দরবান পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুন-অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুফিদুল আলম, জেলা মহিলা বিষয়ক র্কমর্কতা সুস্মিতা খিসা সহ বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, বান্দরবানে জেলা প্রশাসনের নিয়ন্ত্রনে মেঘলা, নীলাচল, শৈলপ্রপাতসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিচালিত হচ্ছে। এছাড়া পাহাড়ীদের ঐতিহ্যবাহী খাবার বাঁশকুড়লসহ জুমে উৎপাদিত ফসলের উন্নয়নে কাজ করছে জেলা প্রশাসন।