বান্দরবান শহরের একটি ঝিড়ি থেকে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২০ মে) বিকাল ৫ টায় বান্দরবান সদরের ৮নং ওয়ার্ড এর হাফেজ ঘোনা পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মিছকি ঝিড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।
বান্দরবান পৌরসভার ৮নং ওয়ার্ড এর কাউন্সিলর কামরুল হাসান বাচ্চু জানান, স্থানীয়রা হাফেজ ঘোনা এলাকার মিছকি ঝিড়িতে একটি নবজাতকের লাশ দেখতে পেয়ে আমাকে জানায়, পরে আমি বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের লাশটি উদ্ধার করে। তবে উদ্ধারকৃত নবজাতকের নাম পরিচয় জানা যায়নি।
বান্দরবান সদর থানার পুলিশ পরিদর্শক মো.তৌহিদুর রহমান জানান, নবজাতকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।