বান্দরবানে ঝুঁকিপুর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে অভিযান শুরু

NewsDetails_01

বান্দরবানে পাহাড়ে ঝুঁকিপুর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে অভিযান
বান্দরবানে বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপুর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।
শনিবার সকালে শহরের কালাঘাটা,বড়ুয়ার টেক,ফেন্সিঘোনা,রাণীর চর,গজনিয়া পাড়াসহ বিভিন্ন দুর্গম পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে এই অভিযান পরিচালিত হয় । এসময় অভিযানে বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপুর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার আলী নুর। আরো উপস্থিত ছিলেন পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর অজিত কান্তি দাশসহ অনেকে।
অভিযানের প্রথম দিনে ঝুঁকিপুর্ণ বসবাসকারীদের সর্তক করার পাশাপাশি নিরাপদে সরে যেতে নির্দেশ প্রদান করা হয় এবং যদি নিরাপদ আশ্রয়ে সরে না যায় তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার আলী নুর।

আরও পড়ুন