বান্দরবানে টিসিবি পণ্য বিতরণ শুরু

জেলায় পাবে ৩৬,৭৬৫ টি পরিবার

পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে সারা দেশের ন্যায় বান্দরবানে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার সকালে এ কার্যক্রম শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৭টি উপজেলা ও ২টি পৌরসভায় মোট ৩৬,৭৬৫টি স্বল্প আয়ের পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিতরণ করা হবে।

NewsDetails_03

এরি অংশ হিসাবে আজ সোমবার সকাল থেকে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে সর্বমোট ৪,০৩৩টি পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিতরণ এর অংশ হিসেবে পৌরসভার ৪নং ও ৮নং ওয়ার্ডে টিসিবির ভর্তুকি মূল্যে পণ্য বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন, জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ফজলুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস, পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান বাচ্চু,৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ওমর ফারুক।

এসময় ভর্তুকি মূল্যে ২ লিটার সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা এবং ২ কেজি মশুর ডাল প্রতি কেজি ৭০ টাকা করে বিতরণ করেন এবং ঈদের আগেই জেলা প্রশাসনের তত্বাবধানে পৌর এলাকার ৯ টি ওয়ার্ডে পর্যায়ক্রমে টিসিবির পণ্য বিতরণ করা হবে।

আরও পড়ুন