বান্দরবান শহরে মাল বোঝাই ট্রাক উল্টে মো: আলামীন নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। এসময় আরও ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার (২৫মার্চ) সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান-কেরানীহাট সড়কের মানুরটেক এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে মাল বোঝাই একটি ট্রাক রাস্তার পাশে উল্টে যায়। এমময় ঘটনাস্থলেই এই বিজিবি সদস্যের মৃত্যু হয়। সে বিজিবি বরকল ৪৫ ব্যাটেলিয়নের সদস্য বলে জানা গেছে।

এসময় রাজনগর বিজিবি ৩৭ ব্যাটালিয়নের ল্যান্স নায়েক সাইফুল ইসলাম, ছোট হরিণা বিজিবি ১২ ব্যাটালিয়নের সৈনিক মো. আসাদুজ্জামান ও জমিরুল ইসলাম, রাঙ্গামাটি সেক্টরের সৈনিক মো. এখলাছসহ মোট ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতদের উদ্ধার করে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জত বিজিবি প্রশিক্ষণ কেন্দ্র হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, সড়ক দূর্ঘটনায় এক বিজিবি সদস্য মারা গেছে। আহত হয়েছে আরও কয়েকজন। হতাহতদের উদ্ধার করে বায়তুল ইজ্জত বিজিবি হাসপাতালে নেয়া হয়েছে।