বান্দরবানে ডাক্তার, বিদ্যুৎ বিভাগের নির্বাহী পরিচালকসহ নতুন ২১ জনের করোনায় সনাক্ত

মোট আক্রান্ত ৪৪১ জন

NewsDetails_01

বান্দরবানে নতুন করে আরও ২১ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৪৪১ জ‌ন।

বান্দরবান জেলার সিভিল সার্জন ডা. অং সুই প্রু ও বিদ্যুৎ বিভাগের নির্বাহী পরিচালক চিং হ্লা মং করোনায় সনাক্ত হয়েছে, এ তালিকায় রয়েছেন একজন ব্যাংক কর্মকর্তা।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে বান্দরবানের স্বাস্থ্য বিভাগ পাহাড়বার্তাকে এ তথ্য জানান।

NewsDetails_03

বান্দরবানের স্বাস্থ্য বিভাগ জানান, বান্দরবানে নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৪, নাইক্ষংছড়িতে ৩জন, লামা ৩ জন, রোয়াংছড়িতে ১ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।

বান্দরবানে ৭টি উপজেলায় এখন পর্যন্ত ৩ হাজার ২শত ৪৬ জনের নমুনা সংগ্রহ করে কক্সবাজার পি‌সিআর ল্যববে পাঠানো হয়েছে এবং পি‌সিআর থেকে রিপোর্ট এসেছে সর্বমোট
২ হাজার ৮শত ৯৮ জনের।

বান্দরবান জেলায় মোট ৪২০ জন করোনা রোগী সনাক্ত হলেও মোট সুস্থ হয়েছে ১১৬ জন এবং এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে ২ জন করোনা রোগী।

আরও পড়ুন