বান্দরবান সদর হাসপাতাল সুত্রে জানা যায়,মঙ্গলবার সকালে ঢাকা থেকে ৬দিন ডেঙ্গু রোগে আক্রান্ত থেকে সকালে বান্দরবান সদর হাসপাতালে রেমিউ চিং মার্মা ভর্তি হয়। ডাক্তাররা জানান,তার শরীরে ডেঙ্গু রোগের জীবানু রয়েছে এবং ঢাকায় কয়েকদিন প্রাথমিক চিকিৎসা করে টাকা পয়সার অভাবে বান্দরবান চলে আসে।
রেমিউ চিং মার্মার পিতা উথোয়াইচিং মার্মা জানান,গত ৬ দিন ঢাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত থেকে সকালে বান্দরবান সদর হাসপাতালে রেমিউ চিং মার্মাকে ভর্তি করা হয়েছে,রেমিউ চিং মার্মার বাড়ী বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার নতুন পাড়ায় ।
এদিকে হঠাৎ করে বান্দরবান সদর হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হওয়ায় আতংকিত হয়ে পড়েছে রোগী ও ডাক্তাররা।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা:প্রত্যুষ পল ত্রিপুরা জানান, ডেঙ্গু রোগের জন্য বান্দরবানে পর্যাপ্ত ডাক্তার নেই এবং প্রয়োজনীয় সরঞ্জামের ও অভাব রয়েছে ,তারপরে ও ভর্তি রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
প্রসঙ্গত,রেমিউ চিং মার্মা ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলায় এই প্রথম ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গেছে।