বান্দরবানে ডেঙ্গু রোগে মোট আক্রান্ত ১৮১ জন

NewsDetails_01

বান্দরবানে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছরে এই পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৮১ জন, এর মধ্যে বান্দরবান সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭জন, যা জেলায় সবচেয়ে বেশি।

বান্দরবান জেলা সিভিল সার্জন কার্যালয় এর তথ্য মতে জানা যায়, বান্দরবানের ৭টি উপজেলা বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা, থানচি, আলীকদম, লামা এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে।

NewsDetails_03

যার মধ্যে বান্দরবান সদর হাসপাতালে ৭৭জন, রোয়াংছড়ি উপজেলায় ১৪জন,রুমা উপজেলায় ৩জন, থানচি উপজেলায় ১৬জন, লামা উপজেলায় ১৯জন, আলীকদম উপজেলায় ৫০জন এবং নাইক্ষ্যংছড়ি উপজেলাতে ২জন রোগী সনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে আরো জানা যায়, জেলায় ডেঙ্গু রোগী বাড়লেও এখনো কোথাও কোন রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি।

আরও পড়ুন